Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

অভিনেতা রাহুল রায়কে দেখা যাবে বাংলা ছবিতে, রইল বিস্তারিত

Updated : 24 Apr, 2024 5:45 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: মহেশ ভট্টের (Mahesh Bhatt) পরিচালনায় তৈরি আশিকির (Aashiqui) রাহুল রায় (Rahul Roy) ও অনু আগরওয়ালের (Anu Aggarwal) জুটি বিপুল খ্যাতি লাভ করে। এবার সেই রাহুল রায়কেই দেখা যাবে বাংলা সিনেমায়।

এই প্রথমবার অভিনেতা রাহুল রায় বাংলা সিনেমায়। একটি থ্রিলার ঘরানার বাংলা ছবিতে অভিনয় করতে তাঁকে দেখা যাবে। ছবির নাম রাখা হয়েছে মিহিরা। পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবাই সেন। বলিউডের আশিকি সিনেমায় সকলের মন কেড়েছিলেন এই অভিনেতা। এবার বাংলা সিনেমায় একেবারে ভিন্ন ধরনের এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির অপর এক প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন প্রমুখকে। শুটিং হবে উত্তরবঙ্গজুড়ে।