Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ |
K:T:V Clock

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

Updated : 20 Feb, 2024 8:11 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিং (Rituraj Singh Passes Away)। হিন্দি ছবির দুনিয়াতেও তিনি ছিলেন বেশ পরিচিত এক মুখ। ১৯ ফেব্রুয়ারি, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মোটে ৫৯ বছর।

জানা যাচ্ছে, দীর্ঘদিন অগ্ন্যাশয় (Pancreas)-এর সমস্যা নিয়ে ভুগছিলেন ঋতুরাজ। প্যানক্রিয়াসের সমস্যার কারণে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাড়িতে ফিরে এসেছিলেন। তারপরই ঋতুরাজের হৃদযন্ত্রে সমস্যা দেখা যায়। এরপরই মঙ্গলবার ভোররাতে আচমকা তাঁর মৃত্যুর খবর আসে। মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অভিনেতার প্রয়াণে শোকাহত অভিনয় দুনিয়া।