নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা সোহম, ভর্তি হাসপাতালে
Updated : 2 May, 2024 8:30 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: গরমে হাঁসফাঁস বঙ্গবাসী। এরই মাঝে চলছে লোকসভা নির্বাচন। এবার নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রের খবর, তীব্র তাপপ্রবাহের মধ্যে নির্বাচনী প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের চণ্ডিপুরের বিধায়ক সোহম। ডিহাইড্রেশনের কারণেই তিনি অসুস্থ। সেই সঙ্গে রয়েছে জ্বর। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর রে সুমন ভালো আছেন। তবে যেহেতু জ্বর তাই শরীর এখন অনেকটাই দুর্বল। তবে চিকিৎসকেরা তাঁর উপর নজর রাখছেন। তাঁর এখন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়েছে সোহমের টিম।
Tags: