তামান্নাকে সমন মহারাষ্ট্র পুলিশের
Updated : 27 Apr, 2024 10:11 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
মুম্বই: বড় বিপদে পড়লেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। বেটিং অ্যাপে আইপিএলের (IPL) সম্প্রচারের অভিযোগে বিপাকে পড়েছিলেন ব়্যাপার বাদশা। এবার একই অভিযোগে নাম জড়াল অভিনেত্রী তামান্না ভাটিয়ার। তামান্নাকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল (Maharashtra Cyber Cell)। আগামী ২৯ এপ্রিল তামান্নাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হাজিরা দিতে হবে। এর আগে এই একই মামলায় গত ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-কেও হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও সঞ্জয় হাজিরা দেননি। অভিনেতা জানিয়েছিলেন তিনি ওইদিন দেশে ছিলেন না। তাই হাজিরার জন্য অন্য তারিখ চেয়েছিলেন সঞ্জয়।
Tags: