ব্যর্থ সব চেষ্টাই, হারালাম আমরা ‘আত্মারাম’-কে
অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: অসংখ্য কাজ অসম্পূর্ণ রেখেই অভিনয় জগত থেকে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল (Uday Shankar Paul)। রেখে গেলেন ভূতের ভবিষ্যতে ‘আত্মারাম’ থেকে ভূতপরীর দুনিয়ার ‘বানোয়ারী’-কে। অভিনয় জগতের সঙ্গে ছিল তাঁর নিবিড় বন্ধন। নাটকের মঞ্চেই হোক বা সিনেমার পর্দায়, যেখানে যেমন চরিত্র পেয়েছেন মন দিয়ে শুধু অভিনয়টা করে গেছেন। কাজ করেছেন ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’-র মতো একাধিক ছবিতে। অভিনয়ের নেশায় বিয়ে-সংসার কিছুই করেননি উদয় বাবু। জীবনের লড়াইয়ে একাই লড়ছিলেন। সোমবার সেই সব লড়াই শেষ হল।
উদয় বাবুর মৃত্যুতে শোকাহত পরিচালক অভিজিৎ পাল (Abhijit Paul)। একান্ত কথোপথনে তিনি জানিয়েছেন, “উদয় দা যাওয়ার আগে বলেছিল তোর কাজ আর অনিকের ডাবিংটা বাকি আছে, আগে ওগুলো করবো। তারপর রেস্ট নেবো। আমি বড্ড একা হয়ে গেলাম।”