যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর
কলকাতা: আরও বিপাকে অরিন্দম শীল (Director Arindam Sil)। যৌন হেনস্থার অভিযোগ ডিরেক্টর্স গিল্ড অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে তাঁকে। এবার বিষ্ণুপুর থানায় পরিচালক অরিন্দম শীলের নামে এফআইআর দায়ের করা হল। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর। সম্প্রতি আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নেমে ছিলেন অরিন্দম। সামিল হয়েছিলেন রাত দখলে। এবার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দায়ের হল এফআইআর।
আরজি কর কাণ্ডের আবহে পরিচালক অরিন্দমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে এবার তাঁর নামে দায়ের হল এফআইআর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। ওই এলাকার একটি রিসর্টে শুটিং চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ ওই রিসর্টে অভিনেত্রীকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসান পরিচালক। তার পর চুমু খান। এর পরেই তিনি এলাকার থানায় পরিচালকের নামে এফআইআর দায়ের করেন। ফলে পরিচালক আরও বিপাকে পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম শীল।