
২৬৩ কোটির টিডিএস কেলেঙ্কারিতে ইডির নজরে ‘বিগ বস’ অভিনেত্রী
টিডিএস কেলেঙ্কারিতে ইডির চার্জশিটে নাম উঠে এসেছে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী কৃতি বর্মার। টেলিভিশনের পরিচিত মুখ কৃতি বার্মা।
২৬৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে আগেই নাম জড়িয়ে ছিল কৃতির। তিনি কয়েক মাস ধরেই ইডির নজরে ছিলেন। চার্জশিটে নাম ফাঁস হতেই তোলপার কাণ্ড। কৃতির প্রাক্তন প্রেমিক ভূষণ পাতিল সহ মোট ১৪ জনের নাম রয়েছে। প্রসঙ্গত, একসময় আয়কর দপ্তরে চাকরি করতেন কৃতি। ২০১৮ সালে সেই চাকরি ছেড়ে একাধিক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে অভিনেত্রী হিসেবে লাইমলাইটে উঠে আসেন।২০১৮ সালেই রোডিজ-এর মাধ্যমে ফেম পান কৃতি৷ তারপরই বিগ বসের ঘরে দেখা যায় তাকে৷ কেন্দ্রীয় সরকারের প্রাক্তন জিএসটি-র ইন্সপেক্টর পদে আসিন ছিলেন কৃতি।
২৬৩ কোটি আর্থিক কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ছিলেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। জানা যাচ্ছে কৃতি নিজের ঊর্ধ্বতনের লগইনের অধিকার অপব্যবহার করে তছরুপের টাকা পাঠিয়েছিলেন প্রেমিক ভূষণ পাতিলের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ সেই টাকা কৃতির একাউন্টে চলে যায়। সেই টাকা দিয়েই সম্পত্তি কিনেছিলেন। আপাতত পুরো বিষয়টি ইডি তদন্ত করে দেখছে।
অন্যদিকে আর এক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৭.২৭ কোটি টাকা। সব বাজেয়াপ্ত সম্পত্তির অধিকাংশ অভিনেত্রী পেয়েছিলেন নাকি কনম্যান সুরেশ চন্দ্রশেখরের থেকে।