বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক এবার গুজরাটে
Updated : 8 Dec, 2023 1:04 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
গুজরাট: গুজরাটের কচ্ছ মরুভূমির রণে তৈরি করা হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক ( world’s largest green energy park) । বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে নির্মীয়মান সেই বিশালাকার বিদ্যুৎ প্ল্যান্টের ছবি আপলোড করে গৌতম আদানি জানান, ৭২৬ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই গ্রিন এনার্জি পার্ক ৩০ গিগাওয়াট শক্তি উৎপন্ন করবে।
এক্স হ্যান্ডেলে গৌতম আদানি লেখেন, বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক তৈরি করছি। কচ্ছ মরুভূমির রণে ৭২৬ বর্গকিমি জুড়ে তৈরি হওয়া এই প্রকল্পটি মহাকাশ থেকেও দেখাযাবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা ৩০ গিগাওয়াট শক্তি উৎপাদন করব, যা ২ কোটি (২০ মিলিয়ন) বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করবে।
Tags: