Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আদানি-হিন্ডেনবার্গ মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট

Updated : 3 Jan, 2024 6:39 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) বড় স্বস্তি পেল আদানি গোষ্ঠী (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলেছে, সেবি (SEBI) থেকে সিট (SIT)-এ এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভারতীয় কর্পোরেট জায়ান্ট আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্বের পিটিশনের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছে।