Placeholder canvas
কলকাতা রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

রাজস্থানে রাজকীয় বিয়ে অদিতি-সিদ্ধার্থের

Updated : 28 Nov, 2024 5:12 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhay
Edit: Mousumi Biswas

কলকাতা: প্রথম বিয়ে সেরেছিলেন মন্দিরে। রাজস্থানে রাজকীয় ভাবে দ্বিতীয় বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)। রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে বিয়ে সারলেন অভিনেত্রী। বিয়ে ছবি স্যোশান মিডিয়ায় শেযার করেছেন অদিতি।

অদিতি-সিদ্ধার্থ একেবারেই সাদামাটাভাবে প্রথম বিয়ে সেরেছিলেন মন্দিরে। সেই সময় দু’জনের বাড়ির লোক  সামিল ছিলেন। এবার রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে বিয়ে দ্বিতীয় বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সেই রাজকীয় বিয়ে ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভাল আর কিছু নেই।’

অদিতিকে লাল টুকটুকে ল্যাহেঙ্গায় দেখা গিয়েছে। লাল লেহাঙ্গার সঙ্গে বিনুনি করে চুল বেঁধেছেন অভিনেত্রী। নাকে বড় টানা নথ আর গলায় ও কানে রয়েছে ভারি জড়োয়ার গয়না। সিদ্ধার্থ সাদা শেরওয়ানি ও তার সঙ্গে মানানসই গয়নায়। বিয়ের শাড়ির জন্য সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে বেছে নিয়েছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মানানসই সোনা আর চুনির গয়নায় সেজেছিলেন অদিতি। ছবি প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ।