Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ইতিহাসের অপেক্ষা, আজ গন্তব্যে পৌঁছবে আদিত্য এল ১

Updated : 6 Jan, 2024 9:32 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভারতের মহাকাশ গবেষণায় আজ আরও এক ঐতিহাসিক দিন। সূর্যকে কাছ থেকে পরখ করতে আজ চূড়ান্ত অবস্থানে পৌঁছবে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১ (Aditya-L1)। চার মাস আগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পাড়ি দিয়েছিল আদিত্য। আজ বিকেল চারটে নাগাদ সূর্যের কক্ষপথে বসতে চলেছে সে। আদিত্য এল ১ যে অবস্থানে বসবে তাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ (Lagrange Point 1)। এই জায়গা থেকে নিরন্তর সূর্যের উপর নজর রাখা যাবে, গ্রহণ কখনওই অন্তরায় হয়ে দাঁড়াবে না।

আদিত্যের ওজন ১৫০০ কেজি, তাকে নির্মাণ করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যকে প্রদক্ষিণ করবে সে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) এক অধিকর্তা বিবৃতিতে বলেছেন, “চূড়ান্ত অবস্থানে যাওয়ার ম্যানুভার আদিত্য এল ১-কে এল ১ পয়েন্টের হ্যালো অরবিটে বসিয়ে দেবে শনিবার বিকেল চারটের দিকে। আমরা যদি এই ম্যানুভার না করি তবে সে হয়তো সূর্যের দিকে এগোতেই থাকবে।”