পাকিস্তান বধ করে সাজঘরে উদ্দাম নাচলেন আফগানরা
চেন্নাই: একবার নয়, বিশ্বকাপে দু’বার অঘটন ঘটাল আফগানিস্তান (Afghanistan)। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) হারানোর পর সোমবার পাকিস্তানকে (Pakistan) নাস্তানাবুদ করেছেন রশিদ খানরা (Rashid Khan)। যে বিষয়টা চোখে পড়েছে তা হল এবার আফগানদের জিতিয়েছে তাদের ব্যাটিং। অথচ তাদের শক্তি বোলিং, ব্যাটিং নয়। পাকিস্তান বধ করার পর উচ্ছ্বাসে মাতলেন আফগান ক্রিকেটাররা। ড্রেসিং রুমে চলল উদ্দাম নাচ। রশিদ মুজিবরা টেবিলের উপর উঠে নাচানাচি করলেন। সেই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের যেমন রাজনৈতিক টানাপড়েন, আফগানিস্তানের সঙ্গেও তাই। ওপেনার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) এই জয় পাকিস্তানকে তাড়িয়ে দেওয়া আফগানদের উৎসর্গ করেছেন। বোঝাই যাচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক কেমন। এই আবহে বাবর আজম অ্যান্ড কোং হারিয়ে স্বভাবতই সপ্তম স্বর্গে রশিদরা। ম্যাচের পরে প্রথমে মাঠে ভিকট্রি ল্যাপ দিলেন, তারপর সাজঘরে নাচলেন।