
১৯ ঘণ্টা পর খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরলেন ইডি আধিকারিকেরা
Updated : 6 Oct, 2023 11:20 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
বারাসত: প্রায় ১৯ ঘণ্টা পর শেষ হল তল্লাশি। বৃহস্পতিবার রাত দেড়টার সময় ইডির (ED) আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়ি থেকে বের হন। সেই সময় তাঁর অনুগামীরা বাড়ির সামনেই ভিড় করেছিলেন। ইডি আধিকারিকদের বেরতে অসুবিধা হলে খাদ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে তাঁদের সহযোগিতা করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে খাদ্যমন্ত্রী বলেন, তদন্তকারিরা কোনও খারাপ আচরণ করেননি। তবে পুর নিয়োগ নিয়ে তাঁদের বোঝার ক্ষেত্রে অনেক গোলযোগ আছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তিনি নিজেও একটি বই দিয়ে ইডির আধিকারিকদের সহযোগিতা করেছেন।
Tags: