৩৫ বছর পর ব্রিগেডে সমাবেশ এসইউসির
কলকাতা: দীর্ঘ ৩৫ বছর পর বামপন্থী দল এসইউসি ব্রিগেড ময়দানে সমাবেশ করতে চলেছে। দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী পূর্তি উপলক্ষে ওই সমাবেশ ডাকা হয়েছে। ৫ অগাস্ট ওই সমাবেশে বক্তা হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, পলিটব্যুরো সদস্য সত্যবান, কে রাধাকৃষ্ণ, অসিত ভট্টাচার্য প্রমুখ।
বামপন্থী দল হলেও এসইউসি বহুদিন ধরে এই রাজ্যে বামফ্রন্টের সঙ্গে নেই। সিপিএম কিংবা ফ্রন্টের অন্য শরিকদের সঙ্গে এসইউসির মতাদর্শগত পার্থক্য রয়েছে। তবে কোনও কোনও ইস্যুতে তারা বামফ্রন্টকে সমর্থন করে। যদিও অধিকাংশ ক্ষেত্রে এসইউসি বামফ্রন্টের বিরোধী অবস্থান নিয়েই নিজেদের দলীয় কর্মসূচি চালায়।
প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়ার ব্যাপারে বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধী ছিল এসইউসি। এর প্রতিবাদে তারা গত শতাব্দীর আটের দশকে রাজ্য জুড়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল। সুকুমার সেন, সুশীল মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনকে নিয়ে এসইউসি গড়ে তুলেছিল সেভ এডুকেশন সোসাইটি। সেই সংগঠন এথনও বহাল রয়েছে। ইংরেজি তুলে দেওয়ার প্রতিবাদে এসইউসির ডাকা বাংলা বনধ হয়েছিল সর্বাত্মক। বস্তুত, তাদের আন্দোলনের চাপে পড়েই পরবর্তীকালে বামফ্রন্ট সরকার ইংরেজি ফিরিয়ে আনার পথে হাঁটে। বামফ্রন্ট নেতারা স্বীকার করে নেন, ওই সিদ্ধান্ত ভুল ছিল।
এসইউসি শিবদাস ঘোষকে এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তানায়ক বলে মনে করে। ২০২২ সালের ৫ অগাস্ট দিল্লিতে শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। আগামী ৫ অগাস্ট হবে তার সমাপ্তি সমাবেশ। কিশোর বয়সে স্বাধীনতা আন্দোলনে শামিল হন শিবদাস। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়ায় গ্রেফতার হন তিনি। তিন বছর কারবাস হয় তাঁর। ১৯৪৮ সালে শিবদাস এসইউসি দলের প্রতিষ্ঠা করেন। দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, শিবদাসের আদর্শ মেনেই এসইউসি আজ দেশের ২৫টি রাজ্যে সংগঠন গড়ে তুলেছে। তিনি মনে করতেন, কমিউনিস্ট মানে হল উন্নত মানুষ। মার্ক্সবাদই ছিল তাঁর জীবন দর্শন।