Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

CBI | অর্পিতার পর আবারও বিপুল টাকা উদ্ধার করল কেন্দ্রীয় এজেন্সি

Updated : 3 May, 2023 4:29 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Monojit Malakar

নয়াদিল্লি: আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল সিবিআই (CBI)। ডব্লিউএপিসিওএস (WAPCOS) লিমিটেডের প্রাক্তন চেয়ারপার্সন এবং ম্যানেজিংডিরেক্টর (Former Chairperson and Managing Director) রাজিন্দর কুমার গুপ্তের কাছ থেকে। তার বাড়ি ও বিভিন্ন জায়গার অফিসে তল্লাশি চালিয়ে মঙ্গলবার সিবিআই ২০ কোটি টাকা উদ্ধার করেছে।

রাজিন্দর কুমার একজন প্রাক্তন আমলাও। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। সেই মামলাতে মঙ্গলবার দিল্লি, চণ্ডীগড়,পাঁচকুলা, গুরুগ্রাম, সনিপথ ও গাজিয়াবাদ থেকে কেন্দ্রীয় এজেন্সি নগদ ২০ কোটি  টাকা ও সম্পত্তি সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পর্কিত নথি উদ্ধার করেছে। একজন প্রাক্তন আমলার কাছে এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় চমকে উঠেছেন অনেকেই।

সিবিআই সূত্রে খবর, রাজন্দ্রের পরিবারের আরও অনেকে এর দুর্নীতির সঙ্গে যুক্ত। তদন্তে খুব তাড়াতাড়ি সবটা সামনে আসবে বলে জানিয়েছে।