Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

কর্নাটকের পর মুম্বইয়ে বোরখা পরে কলেজে ঢুকতে বাধা ছাত্রীদের, শুরু বিক্ষোভ  

Updated : 3 Aug, 2023 10:20 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: বোরখা পরা ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হল মুম্বইয়ের (Mumbai) একটি কলেজে। নিরাপত্তাকর্মীরা বোরখা এবং হিজাব পরা পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারেই আটকে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে তৈরি হয়েছে উত্তেজনা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চেম্বুরে অবস্থিত আচার্য  কলেজের (Acharya College) নিরাপত্তা কর্মীরা কলেজের নিজস্ব ইউনিফর্ম থাকায়, ছাত্রীদের (Girl Students) কলেজে প্রবেশের আগে তাদের বোরকা খুলে ফেলতে বলেন।

সূত্রে খবর, নিরাপত্তা কর্মীরা বোরকা পরা ছাত্রীদের প্রবেশ করতে বাধা দেওয়ায় বিবাদের সৃষ্টি হয়। ঘটনাটি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীর পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করেন। যে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে বিতর্ক, সেই ‘এনজি আচার্য অ্যান্ড ডিকে মরাঠে কলেজ’ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, কলেজের পোশাক পরার সময় কিছু শর্ত এবং নিয়ম মেনে চলতেই হবে।  

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রীরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন তাঁদের অভিভাবকরা। তাঁরাও কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উত্তেজনা বাড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ জানুয়ারি কর্নাটকের উদুপির একটি কলেজে কয়েক জন হিজাব পরিহিত মুসলিম ছাত্রীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি তথা স্থানীয় বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। এদিকে ২০২২ সালের ২৬ জানুয়ারি কর্নাটক সরকারের শিক্ষা দফতর এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়েছিল, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবলমাত্র ইউনিফর্ম পরেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন।