Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

রশ্মিকার পর ‘ক্যাটরিনা’র ডিপফেক ভিডিও ফাঁস

Updated : 8 Nov, 2023 7:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Silpika Chatterjee

মুম্বই: ‘টাইগার ৩’এর অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনা (katrina kaifs)। সাদা তোয়ালে পরা সেই দৃশ্য এখন ডিপফেক (Deepfake)! রশ্মিকার পরে এবার এমন বিপদে বলি তারকা। আসল ছবিতে, ক্যাটরিনাকে হলিউডের স্টান্টওম্যানের সঙ্গে লড়াই করতে একটি তোয়ালে জড়িয়ে দেখা যাচ্ছে। ছবিতে দেখা গিয়েছে তাঁকে একটি সাদা নেকলাইন টপ পরা।

ডিপফেক (Deepfake) হল কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের একটি টুল। তা দিয়ে আসল ছবিকে পুরোপুরি বদলে দেওয়া যেতে পারে। একজনের দেহে অন্যজনের মুখ বসিয়ে ফটো মর্ফ করা যেতে পারে। কেউ হয়তো পরে রয়েছে রেড টি শার্ট, তাঁকে গ্রিন কুর্তা পরিয়ে দেওয়া এই এআই টুলের কাছে কোনও ব্যাপারই নয়।

রশ্মিকা মন্দানার ছবিকে বদলে এমন একটা অবস্খায় তাঁকে দেখানো হয় যা তিনি কখনওই করেননি। অথচ সেই ছবি দেখে বোঝার উপায় নেই তা আসল না নকল। অভিষেক কুমার নামে এক সাংবাদিক বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব নিয়ন্ত্রণে কঠোর আইন প্রনয়ণের দাবি জানান।

Tags: