Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

বুধ থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস, জানুন

Updated : 14 May, 2024 9:33 PM
AE: Pratyay Das
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: বুধ থেকেই কমতে চলেছে বৃষ্টি। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে গরম। আগামী কয়েক দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই রাজ্যে ধীরে ধীরে গরম বৃদ্ধি পেতে শুরু করবে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে বেশিরভাগ জেলা। আবহবিদেরা জানিয়েছেন, বুধে কেবল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার আর দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।