Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ফের চোখ রাঙাচ্ছে করোনা, পূর্ব বর্ধমানে আক্রান্তের সংখ্যা ৩৯

Updated : 2 Aug, 2023 8:09 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

পূর্ব বর্ধমান: ফের মাথাচাড়া দিয়ে উঠল করোনা ভাইরাস। পূর্ব বর্ধমান জেলায় আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৩৯।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  জেলা স্বাস্থ্য দফতরের তরফে চালু  হতে চলেছে আরটিপিসিআর টেস্ট। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মুহূর্তে  ১২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তাঁদের আলাদা ওয়ার্ডে রেখে  পরিষেবা দেওয়া হচ্ছে। করোনা ফের মাথাচাড়া দেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দফতরে। ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্তের মধ্যেই ফের ভয় ধরাচ্ছে করোনা (Covid-19)। প্রসঙ্গত, রবি ও সোমবারের পর মঙ্গলবারও এক কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছিল। এই নিয়ে গত তিনদিনে বর্ধমান মেডিক্যাল কলেজে  করোনায় মৃত্যু হল ৩ জনের। মৃতদের মধ্যে একজনের বাড়ি ভাতারে, একজনের কীর্ণাহারে, একজনের দেওয়ানদিঘিতে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মঙ্গলবার সকালে মৃত্যু হয় বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা তায়ুব শেখের (২৫)। ওই যুবক এনসেফেলাইটিসে আক্রান্ত ছিলেন। অ্যান্টিজেন টেস্ট করানো হলে তাঁরও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানিয়েছেন, ওই ব্যক্তির শ্বাসকষ্ট ছিল। এনসেফেলাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। অ্যান্টিজেন টেস্ট করানোর পর জানা গিয়েছে করোনায় আক্রান্ত ওই যুবক। কলেজের অধ্যক্ষ জানান, আরও বেশ কয়েকজন কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

বাংলায় ডেঙ্গির উদ্বেগের মধ্যেই চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি। সেই উদ্বেগের মধ্যেই ভয় ধরাচ্ছে করোনা। পরপর তিনদিন বর্ধমান তিন করোনা রোগীর মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে। 

রবিবার সন্ধ্যায় ভাতারের বাসিন্দা ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। সোমবার সকালে ওই হাসপাতালে মৃত্যু হয় দেওয়ানদিঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। কয়েকদিন আগেই বর্ধমান হাসপাতালে ভর্তি হন। এনসেফেলাইটিসে আক্রান্ত ছিলেন। তারও পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।