স্লগ ওভারে জমিয়ে ব্যাটিং শীতের
কলকাতা: ফের ব্যাটিং শুরু শীতের। রাজ্য জুড়ে শীতের আমেজ। নতুন করে হিমেল হাওয়াই জানান দিল শীত এখনও আছে। শুক্রবার একধাক্কায় অনেকটাই কমল পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ফলে ভোরের দিকে ভালই ঠাণ্ডা অনুভব করা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না বলেও জানা যাচ্ছে।
এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা অনুভব করেছে রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শীতের ইনিংস শুরু হয়েছে নতুন করে। এদিন একধাক্কায় পারদ কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিমি হাওয়ার দাপটে তাপমাত্রা পতন হয়েছে। তবে এই শীত বেশিদিনের জন্য নয়।