Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

অবশেষে ২৭৬ জন ভারতীয়দের নিয়ে দেশে ফিরল ফ্রান্সে আটক বিমান

Updated : 26 Dec, 2023 8:53 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মুম্বই: চারদিন পর মিলল মুক্তি। অবশেষে মঙ্গলবার ভোরে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) এসে ২৭৬ ভারতীয়দের নিয়ে অবতরণ করল ফ্রান্সে আটক এ-৩৪০ বিমান। তবে দুই শিশু-সহ মোট ২৭ জন ফ্রান্সেই থেকে যান। সেদেশে আশ্রয়ের অনুরোধ জানিয়েছেন। তবে এখনও এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি প্যারিসের তরফে বলে খবর।

৩০৩যাত্রী নিয়ে বিমানটি নিকারাগুয়ার দিকে যাচ্ছিল। কিন্তু ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে মানব পাচার সন্দেহে বিমানটিকে আটকে রেখেছিল ফরাসি প্রশাসন। বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয় (Aircraft 303 Indian Passengers)। রবিবার ফ্রান্সের এক আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছে। তারপরই সোমবার দুপুরে ফ্রান্সের শালোন-ভ্যাট্রি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি। মঙ্গলবার ভোর ৪টের সময় বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে। ফরাসি সরকার এবং ভ্যাট্রি বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস।