Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

সকালবেলা দুধ বেচতেন অক্ষয় কুমার?

Updated : 11 Nov, 2024 6:06 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

মুম্বই: বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার ৫৭ বছর বয়সেও সুপার-ফিট। অনেকেই বলেন যৌবন ধরে রাখার বিষয়ে অনিল কাপুরের পাশাপাশি ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকেও কৃতিত্ব দেওয়া উচিত। কেরিয়ারের শুরুতে অ্যাকশন হিরো হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। যদিও পরবর্তীতে প্রচুর কমেডি সিনেমাতেও তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে অভিনয় দক্ষতার পাশাপাশি অক্ষয় কুমারের ফিটনেস নিয়েও চর্চা হয় বি-টাউনে। এই সূত্রেই জানা গিয়েছে যে, স্বাস্থ্য সচেতন এই অভিনেতা খাওয়াদাওয়া এবং শরীরচর্চার ক্ষেত্রে কিছু কড়া নিয়ম মেনে চলেন। একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, তিনি নাকি কোনও নাইট পার্টিতে যান না এবং ডিনার করেন রাত ৮টার মধ্যে। এছাড়াও, এই বলি অভিনেতা রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ভোর ৪ টায় উঠে পড়েন। সেই নিয়ে আলোচনা করতে গিয়েই এবার তাঁকে নিয়ে এক মজার মন্তব্য করেন তাঁরই কাছের বন্ধু অজয় দেবগণ।

সম্প্রতি, রোহিত শেট্টির ছবি ‘সিংহম এগেন’ ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে অজয় দেবগনের পাশাপাশি অভিনয় করেছেন রণবীর সিং, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার। এই সিনেমার প্রচারের জন্য একটি সাক্ষাৎকার দেন অজয় দেবগণ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি অক্ষয়ের সম্পর্কে কোনও অজানা তথ্য জানেন কিনা। এই প্রশ্ন শুনে রসিকতার সুরে অজয় দেবগণ বলেন, “আমার মনে হয় ওঁর বিষয়ে সকলেই সবটা জানেন। অক্ষয় ভোর ৪ টায় ঘুম থেকে ওঠে। তবে আপনারা জানেন না, ও একসময় দুধওয়ালা ছিল। তাই এবার সামনে পেলে এই বিষয়ে আপনারাই ওঁকে জিজ্ঞাসা করে নেবেন।” তবে অজয় যে মজার ছলে এই মন্তব্য করেছেন, তা তাঁর কথাবার্তা শুনেই স্পষ্ট হয়েছে। কারণ, এই সাক্ষাৎকারে শুধু অক্ষয় নন, করিনা কাপুর এবং রণবীর সিংকেও নিয়ে মজা করেছেন অজয় দেবগণ।