
Rocky Aur Rani Ki Prem Kahani | Kolkata | আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ কি আদৌ বাদ গেছে! নিজেই কি জানালেন অভিনেত্রী
কলকাতা : চলতি সপ্তাহের শুক্রবার করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে। ছবির একটি গান মুক্তি ও প্রচার অনুষ্ঠানে গতকাল কলকাতা এসেছিলেন রণবীর সিং আলিয়া ভাট। এছাড়াও সঙ্গে ছিলেন ছবির সহ অভিনেতা টোটা রায় চৌধুরী ও চুর্ণী গঙ্গোপাধ্যায়। ছবিতে একটি বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সেন্সর বোর্ড বেশ কিছু সংলাপ এই ছবি থেকে নাকি বাদ দিয়েছে। এর মধ্যে অন্যতম আলিয়ার মুখে সেই জনপ্রিয় সংলাপ ‘খেলা হবে..’। এক প্রশ্নের উত্তরে সাংবাদিক সম্মেলনে আলিয়া জানান ‘এই সংলাপ বাদ যায়নি তো!’ এই সংলাপ করণ জোহরের মস্তিষ্কপ্রসূত কিনা প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন,’ছবিতে জয়া ভাদুড়ি ও আমার একটি দৃশ্যে আমার মুখে এই সংলাপ আছে। তবে সবটাই এখন বলে দিলে ছবি দেখার মজাটা উপভোগ করতে পারবেন না’।শোনা যাচ্ছে সেন্সর বোর্ডের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভা প্রসঙ্গ বাদ গেলেও ছবির এই আইকনিক সংলাপ রয়ে গেছে।
ছবিতে আলিয়ার নাম ‘রানি’ এবং রণবীর ‘রকি’। লাল গোলাপি শাড়ি ও খোলা চুলে আলিয়াকে সাংবাদিক সম্মেলনে যথেষ্ট আকর্ষণীয় লাগছিল। স্টেজে এসে প্রথমেই বাংলায় কথা বলার আপ্রাণ চেষ্টা করলেন আলিয়া ভাট। কিছুটা সফলও হলেন। ঝুমকা গানে নাচতে দেখা গেল আলিয়া ও রণবীর সিং কে। পর্দায় এই গানে বরফে ঢাকা পাহাড়ের নিচে শিফন শাড়িতে কাঁপতে কাঁপতে আলিয়া ভাটকে নাচতে দেখা গেল। রণবীর কাপুরও যথেষ্ট প্রশংসা করেন আলিয়ার কাজের। চৃর্ণী-টোটা পুরো টিমের সঙ্গে কাজের মিষ্টি অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন। শুটিং করতে করতে আলিয়া যে বেশ কিছু বাংলা শব্দ শিখে নিয়েছিলেন সেকথা তিনি নিজেই জানালেন। মাঝে মাঝে আমি বলতাম ‘কি হল!’