Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

জন্মদিনেই মেয়ের মিষ্টি ছবি শেয়ার করলেন আলিয়া

Updated : 7 Nov, 2023 11:49 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Silpika Chatterjee

কলকাতা: আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir kapoor) একরত্তি মেয়েটি দেখতে দেখতে দুইয়ে পা দিল। ৬ নভেম্বর, সোমবার ছিল রাহা কাপুরের (Raha Kapoor) প্রথম বছরের জন্মদিন (Birthday)। মেয়ের প্রথম জন্মদিন বলে কথা! সোশাল মিডিয়ায় ছবি তো দিতেই হবে। অনুরাগীদের এই আবদার রাখলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তবে নিজের প্রতিশ্রুতি ভেঙে মেয়ে রাহার মুখ প্রকাশ্যে আনেননি।

আলিয়া এদিন তিনটি ছবি পোস্ট করেন মেয়ের। সেখানে ছোট্ট রাহার কেবল হাত দুটো দেখা যায়। একটি কেকের উপর উপর সে হাত দিয়ে রেখেছে। দুই হাতেই তাঁর কেক মাখানো। আরেকটি ছবিতে রণবীর, রাহা এবং আলিয়ার হাতের ছবি দেখা যায় যেখানে তাঁরা তিনজনেই একটি করে গাঁদা ফুল ধরে আছেন। আর শেষ ক্লিপে একটি মিউজিক শোনা যায় যেটা তিনি এবং রণবীর একসঙ্গে বাজাচ্ছেন। কোনও ছবিতেই কারও মুখ দেখা যায় না। কেবল হাতের ছবিই পোস্ট করেছেন আলিয়া। ছবি পোস্ট করে আলিয়া লেখেন, “মনে হচ্ছে যেন এই তো সেদিন আমরা তোর জন্য গান বাজাচ্ছি আর তুই আমার পেটে লাথি মারছিস। আর কিছু বলতে চাই না শুধু এটাই বলব তোকে পেয়ে আমরা ধন্য…তুই আমাদের প্রত্যেকটা দিন এই ক্রিমি সুস্বাদু কেকের মতো করে দিয়েছিস। হ্যাপি বার্থডে বেবি টাইগার… আমরা ভালোবাসার থেকেও বেশি তোকে ভালোবাসি।”

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। কয়েত মাস পর জুনেই দেন মা হতে চলার খবর। আর দম্পতির কোল আলো করেও চলে আসে তাঁদের প্রথম সন্তান রাহা নভেম্বর মাসে। তবে, জন্মের পর থেকে, মেয়েকে আড়ালেই রেখেছেন আলিয়া-রনবীর। সেই ছোট্ট স্টারকিড অন্তরালে থেকেই পার করে ফেলল ১টা বছর। এখনও রাহাকে প্রকাশ্যে আনার কোনও পরিকল্পনাই নেই রনবীর ও আলিয়ার। কাজের পাশাপাশি, খুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন রণবীর-আলিয়া। এমনকি কখনও কখনও, রাহার জন্য কাজের সময়ও পিছিয়ে দিয়েছেন তাঁরা।

Tags: