Alia Bhatt | মেয়ের ছবি শেয়ার করেও ডিলিট করলেন আলিয়া?
করিনা-সেফের (Kareena Kapoor-Saif Ali Khan) প্রথম সন্তান তৈমুরের পর বি টাউনের (Bollywood) স্টারকিডদের (Star Kid) ছবি শেয়ার (Share) একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে বলা যায়। বেবোই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তাঁর দ্বিতীয় সন্তান জেহরেরছবি তিনি ভাইরাল হতে দেবেন না। তার পর সেই তালিকায় নাম লিখিয়েছেন অনুষ্কা শর্মা (Anuska Sharma), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) , সোনাম কাপুর (Sonam Kapoor) এমনকী বলিহুড ডিভা আলিয়া ভাটও (Alia Bhatt)।
আলিয়া নিজেও একজন স্টারকিড। স্বামী রণবীর কাপুরের সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্ত নেট দুনিয়া এবং ভক্তদের মাঝে বেশ ভাইরাল। তাঁদের দুজনকে একসাথে দেখে কমবেশি ভালোবাসে সকলেই। এরই মাঝে মেয়ে রাহাকে নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনামেও উঠে এসেছেন। সিনেমার প্রমোশনে গিয়েও মেয়ের প্রসঙ্গ উঠেছে তারকা দম্পতির মুখে। বলিহুড চকলেট বয় সিনেমার প্রমোশনে এসে মেয়ের নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন,’আমার মেয়ে রাহা জন্ম থেকেই আমার মুখ ভর্তি দাড়ি দেখে অভ্যস্ত। ক্লিন সেভ করলে আমি সে চিনতে পারবে না হয়তো।”
এরই মাঝে ‘মাম্মা’ আলিয়া নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় বাবা রণবীর আদরের রাহাকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। সেই ছবিটি শেয়ার করে আলিয়া লেখেন, ‘আমার মনে হয় বিগত ৬ নভেম্বর থেকে আমি একজন ভালো চিত্রগ্রাহক হতে পেরেছি।’ এর পর নিচে লেখা থাকে “আমার সমগ্র পৃথিবী”
আলিয়ার এই ছবি আপলোড করার পর তুমুল গতিতে ভাইরাল হয় সেই পোস্ট। খুব স্বাভাবিকভাবেই ছোট্ট রাহাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তেরা। সেই পোস্টে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন,’ রাহা কেমন আছে?, বেশি কান্না কাটি করছে নাতো? কেউ কেউ আবার বলছে আরকে এবং জুনিয়র আরকে একসাথে বেশ আনন্দ করছে।