অল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত রেবন্ত রেড্ডি ঘনিষ্ঠ!
কলকাতা: তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের (Allu Arjun) বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ছয়জন। তাঁদের সবাইকেই এদিন জামিন দিল হায়দরাবাদের আদালত। এর মধ্যেই ভারত রাষ্ট্র সমিতির (BRS) এক নেতা চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি বলছেন, ভাঙচুরের ঘটনায় রেড্ডি শ্রীনিবাস (Reddy Srinivas) নামে অভিযুক্তদের মধ্যে একজন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revant Reddy) এককালের পরিচিত। এ নিয়ে অবশ্য রেড্ডি কিংবা কংগ্রেস কোনও মন্তব্য করেনি।
৪ ডিসেম্বর অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2: The Rule) ছবির স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃত্যু হয়েছিল এক ৩৫ বছর বয়সি মহিলার। সেই ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে অভিনেতার জুবিলি হিলসের বাসভবনে জোর করে ঢুকে পড়েন ছ’জন। তাঁরা প্রত্যেকেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির (OUJAC) সদস্য।
সোমবারের শুনানিতে পুলিশ ছ’জনকে বিচারকের সামনে হাজির করে। তিন দিনের মধ্যে প্রত্যেককে ১০,০০০ টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরএস নেতা কৃশঙ্ক অভিযোগ করেছেন, শ্রীনিবাস মুখ্যমন্ত্রী রেড্ডির সহযোগী। ২০১৯ সালের জেলা পরিষদ নির্বাচনে কোদাঙ্গাল কংগ্রেসের প্রার্থী ছিলেন।
কৃষঙ্ক বলেন, “২০০৯ সালে মহান তেলঙ্গানা বিক্ষোভের জন্ম দিয়েছিল ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটি। তাকে হিংসা এবং ব্ল্যাকমেলিংয়ের কাজে ব্যবহার করা অত্যন্ত বিরক্তিকর বিষয়। রেড্ডি শ্রীনিবাস, যে অল্লু অর্জুনের বাড়ি ভাঙচুর করেছে সে আদৌ ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নয়। ও মুখ্যমন্ত্রী রেড্ডির সহযোগী এবং ২০১৯ সালের জেলা পরিষদ নির্বাচনে কোদাঙ্গাল কংগ্রেসের প্রার্থী।”