মৃতের পরিবারকে ২ কোটি দিচ্ছেন অল্লু অর্জুন, ‘পুষ্পা’র নির্মাতারা
কলকাতা: ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) এবং ছবির নির্মাতারা। হায়দরাবাদে পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃত্যু হয়েছিল ৩৪ বছর বয়সি রেবতীর। তাঁর ৯ বছরের পুত্রসন্তান শ্রী তেজ সেই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিবারকে অর্জুন আগেই ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন, এবার আটগুণ হল টাকার অঙ্ক।
এর মধ্যে ১ কোটি দিয়েছেন অভিনেতা এবং ছবির নির্মাতা সংস্থা মিথ্রি মুভিস (Mythri Movies) এবং পরিচালক সুকুমার ৫০ লক্ষ টাকা করে দিয়েছেন। ক্ষতিগ্রস্তের পরিবারেরে হাতে এই টাকা তুলে দেবেন তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (TFDC) চেয়ারম্যান এবং প্রযোজক দিল রাজু। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ (Allu Aravind)।
অরবিন্দ জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা নিয়ে আইনি জটিলতা রয়েছে তাঁর, তাই ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন চেয়ারম্যান রাজু। অল্লু অর্জুনের বাবা আরও জানান, মৃতার ছেলে শ্রী তেজ চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং দুই দিন আগে তাকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। এখন বাহ্যিক সাহায্য ছাড়াই শ্বাস নিচ্ছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, এটা খুবই ভালো লক্ষণ, দ্রুত সেরে উঠবে শ্রী তেজ।
প্রসঙ্গত, মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। জামিনে মুক্ত অভিনেতা জানান, ওই মহিলার মৃত্যুর কথা তিনি ঘটনার পরের দিন জানতে পারেন।