পুলিশকে অপমান! অল্লুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের, এবার কী হবে?
হায়দরাবাদ: ফের বিতর্কের মুখে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun)। এবার তাঁর বিরুদ্ধে পুলিশকে অপমান করার অভিযোগ উঠল। ‘পুষ্পা-২’ (Pushpa-2) সিনেমার একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক। তেলঙ্গনার (Telengana) কংগ্রেস নেতা থেনমার মাল্লান্না (Teenmar Mallanna) এই অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতা (Congress Leader) মেডিপাল্লি থানায় অভিনেতা, ছবির পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছে এক বিতর্কিত দৃশ্য, যেখানে দেখা গিয়েছে অল্লু অর্জুন একটি সুইমিং পুলে প্রস্রাব করছেন এবং তাঁর সামনেই উপস্থিত এক পুলিশ আধিকারিক। এই দৃশ্য সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করেছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। অভিযোগকারীর আর্জি, এই দৃশ্যের জন্য অল্লুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তবে বিতর্ক এখানেই শেষ নয়। ‘পুষ্পা-২’-এর প্রিমিয়ারের দিন ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাতেও নাম জড়িয়েছিল অভিনেতার।
উল্লেখ্য, হায়দরাবাদের একটি থিয়েটারে ৪ ডিসেম্বর প্রিমিয়ারের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। এই ঘটনায় হায়দরাবাদ পুলিশ এফআইআর দায়ের করে। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নিম্ন আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় অভিনেতাকে। তবে তেলঙ্গানা হাই কোর্টে আবেদন জানিয়ে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান তিনি।