Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Amartya Sen | অমর্ত্য সেনের পাশে দেশ-বিদেশের বিদ্বজ্জনেরা

Updated : 10 Jun, 2023 4:40 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

বোলপুর: জমি সংক্রান্ত বিষয়ে এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন প্রখ্যাত মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একলর্ফ। বিশ্বভারতীর পরিদর্শক তথা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ভূমিকার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে৷ পাশাপাশি এই চিঠিতে সই করেছেন বাংলা, ভারত এমনকী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা। চিঠি স্বাক্ষর দিয়েছেন ঠাকুর পরিবারের সদস্য, স্থানীয় মানুষজন এবং বিশ্বভারতীর পড়ুয়ারা৷ দেশ-বিদেশের মিলিয়ে মোট ৩০২ জন বিশিষ্ট এবার নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘জমি কব্জাকারী’। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সর্বত্র নিন্দার শিকার হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এমনকী  ‘ভারতরত্ন’  অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘প্রতীচী’  বাড়িতে জমি খালি করার নোটিস লাগিয়ে দিতেও দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিভাগের আধিকারিকদের৷ এক সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও দেখা গিয়েছিল শান্তিনিকেতনে। এবার বিদেশ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা এল এ দেশে।

প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে৷ প্রতিবাদে সরব হয়ে ‘ভারতের গণতন্ত্রের লজ্জা’ লিখে টুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসুও৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধিক্কার জানাতে সামিল হন অর্থনীতিবিদ জয়তি ঘোষও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব হয়ে ভারতের রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সাক্ষর করতে দেখা গিয়েছিল মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কিকে।

এবার ভারতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়াতে দেখা গেল মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একলর্ফ৷ ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে অমর্ত্য সেনকে হেনস্তা ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অসহিষ্ণু মনোভাবের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে সাক্ষর করেছেন ৩০২ জন। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের অলিস্টার বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এলবামা বিশ্ববিদ্যালয়, ভারতের রাজ্য সভার সাংসদ জহর সরকার, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ভুবনেশ্বর, দিল্লি জহরলাল বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যানী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ, বোলপুর কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অফ ইকনমিক্সের অধ্যাপক-অধ্যাপিকারা সহ স্থানীয় মানুষজন ও বিশ্বভারতীর পড়ুয়ারা৷ অর্থাৎ বিশ্বভারতীর প্রাক্তনী তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের অপমানের বিরুদ্ধে আরও একবার সরব শিক্ষাবিদ থেকে শুরু করে দেশ-বিদেশের বিদ্বজ্জনেরা।