বিরতির পর ফিরছেন আমির খান!
কলকাতা: গত বছর ‘লাল সিং চাড্ডা’ ফ্লপের পর সিনেমা থেকে বিরতি নিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে আকস্মিকভাবে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রায় এক বছরের বিরতির পর, ফের নতুন সিনেমা নিয়ে ফিরছেন আমির। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইট করে এই খবর জানিয়েছেন।
এদিন টুইটে তিনি লিখেন, আমির খান তার নতুন সিনেমার জন্য ২০২৪ সালের ক্রিসমাসে ডেট লক করেছেন। এই ছবি আমির খানের প্রোডাকশন্স থেকে তৈরি হবে। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবিটি মুক্তি পাবে। খুব শিগগির এই সংক্রান্ত বিষয়ে জানানো হবে।
এই খবরটি আমির খানা ভক্তদের জন্য একটি দারুণ উপহার হতে চলেছে। গত বছর নভেম্বরে আমির খানের বলিউদে ৩৫ বছর পুর্ণ হয়েছে। এক অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছিলেন, তিনি আগামী এক বছর অভিনেতা হিসেবে কাজ করবেন না। কারন তিনি তাঁর পরিবারের সঙ্গে বেশ কিছুতা সময় কাটাতে চান। তিনি আরও জানিয়েছিলেন, তিনি একজন প্রযোজক হিসেবে কাজ করবেন।