Placeholder canvas
কলকাতা সোমবার, ০৬ মে ২০২৪ |
K:T:V Clock

চাকরি পিছু ১৫ লক্ষ টাকা নেওয়া হয় বাংলায়, দাবি শাহের

Updated : 23 Apr, 2024 7:52 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

রায়গঞ্জ: বাংলায় চাকরি দেওয়ার নামে ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়া হয়। মঙ্গলবার রায়গঞ্জের (Raiganj) জনসভা থেকে এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন শাহ বলেন, হাই কোর্ট চাকরি বাতিল করেছে সোমবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনকালে শুরু হয়েছে দুর্নীতির শাসন। ওঁদের এক মন্ত্রীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। কাটমানি, চাকরি নিয়ে দুর্নীতি বাংলায় আটকানো প্রয়োজন। পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয় বাংলায়। এর কারণ তৃণমূল কংগ্রেস।

রায়গঞ্জ লোকসভা আসনে ভোট রয়েছে দ্বিতীয় দফায়। ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ। এ বার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে। তাঁর সমর্থনে আজ রায়গঞ্জে নির্বাচনী সভা করেন শাহ। এদিন বাংলা থেকে ফের ৩৫ আসনের দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায়গঞ্জও বাংলার ৩০-৩৫ আসনের মধ্যে হওয়া চাই। আপনারা ১৮ আসন দিয়েছেন। মোদিজি রামমন্দির দিয়েছেন। আপনারা এ বার ৩৫ আসন দিন। অনুপ্রবেশ বন্ধ করে দেব। একইসঙ্গে অনুপ্রবেশকারী প্রসঙ্গে মমতাকে আক্রমণের সুরে অমিত শাহ বলেন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ হওয়া উচিত কি না বলুন, মমতাদিদি এই অনুপ্রবেশ আটকাতে পারবেন না। কেউ যদি পারেন, তিনি হলেন নরেন্দ্র মোদি। মমতাদিদি মোদিজির প্রকল্প আটকে রাখেন। তাঁর ভয়, যদি মোদিজির প্রকল্প চালু হয় এখানে, তা হলে বাংলার মানুষ মোদিজির হয়ে যাবে।