শেষবারের মতো বলছি শুভরাত্রি-মঞ্চ ছাড়লেন বিগ বি!
Updated : 3 Jan, 2024 6:55 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
মুম্বই: হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রৌড়পতি’। জনপ্রিয় এই শো-এর ১৫টি সিজনের মধ্যে ১৪টি সিজন হোস্ট করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দীর্ঘ দিন ধরে এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করছেন তিনি। সম্প্রতি এই মঞ্চ থেকেই দর্শকদের বিদায় জানালেন বলিউড শাহেনশাহ।
‘কৌন বনেগা ক্রৌড়পতি’ (Kaun Banega Crorepati) সিজন ১৫-এর মঞ্চে দাঁড়িয়ে বিগ বি বললেন, “আমি এবার যাচ্ছি। কাল থেকে এই মঞ্চটা আর সেজে উঠবে না। কাল থেকে যে আমি আর এখানে আসব না, আমি আজ শেষ বারের মতো এই মঞ্চকে বিদায় জানাচ্ছি।” আবেগঘন এই মুহূর্তে চোখে জল আসে অমিতাভের। তাঁর কথা শুনে মঞ্চে উপস্থিত দর্শকদের চোখেও জল আসে।
Tags: