কেন অযোধ্যায় জমি কিনলেন বিগ বি?
অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি হবে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration) । গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলালার বিগ্রহ। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে রামভক্ত এবং বিজেপি শিবিরে উন্মাদনার শেষ নেই। উদ্বোধনের দিন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ বিদেশের বহু বিশিষ্টজন। রামমন্দিরের উদ্বোধনের আগেই বড় চমক দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
জানা যাচ্ছে, মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউড শাহেনশাহ। শোনা যাচ্ছে, অযোধ্যায় (Ayodhya) নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ, অযোধ্যা তাঁর মনের খুব কাছের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তাঁর আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। শুধু তা-ই নয় এই স্থানটিকে ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন তিনি।