Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বাইডেনের ‘স্বাদ’ ম্যাক্রোঁর ‘ঘোলে’ মেটাতে চায় ভারত

Updated : 22 Dec, 2023 8:32 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) আমন্ত্রণ খারিজ করে দেওয়ার পর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের (Republic Day Celebrations 2024) প্রধান অতিথি খুঁজছে ভারত (India)। এনিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে (French President Emmanuel Macron) নিয়ে আসার জন্য ফ্রান্সের (France) সঙ্গে কথা বলছে নয়াদিল্লি। যদি ম্যাক্রোঁ আসবেন বলে কথা দেন, তাহলে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ষষ্ঠ ফরাসি প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

উল্লেখ্য, ফ্রান্সকে ভারতের আমন্ত্রণ পশ্চিম ইউরোপীয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অটুট রাখার ইঙ্গিত। এই দুই দেশ প্রতিরক্ষা, মহাকাশ, পরমাণু ক্ষেত্রে বন্ধুত্ব বজায় রেখে চলেছে দীর্ঘদিন ধরে। ফ্রান্স-ভারত মৈত্রী দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের গোড়ার দিকে প্যারিসে অনুষ্ঠিত বাস্তিল দিবস প্যারেডে প্রধান অতিথি হিসেবে ছিলেন।