Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

ফুলের মালায় ঢাকা বুক! লুকে চমক অভিনেত্রীর

Updated : 31 Jan, 2025 5:06 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Aiyushe Maity

অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday) স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর সাহসী ফটোশুট নজরকাড়ে নেটাগরিকদের। সম্প্রতি তাঁর বেশ কিছু ফটো ইনস্ট্রা পেজে শেয়ার করেছেন। নিজের লুক দিয়ে ভক্তদের চমকে দিলেন। বলিউডে বিগত পাঁচ বছর ধরে কাজ করে চলেছেন চাংকি পাণ্ডের কন্যা অনন্যা। নিজের শরীর নিয়ে তিনি যে খুব একটা সন্তুষ্ট তা নয়। শরীর নিয়ে তাকে বহুবার ট্রোল্ড হতে হয়েছে। সেই সব কিছুকে পাত্তা দেন না অভিনেত্রী।

তিনি ওয়েস্টার্ন স্টাইল অথবা দেশিলুকে সর্বদাই সাবলীল। তার বহেমিয়ান স্টাইল আর লুক কাঁপিয়েছে নেটপাড়া। এবার সাহসী অবতারে ধরা দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক ফটোশুটে নতুন স্টাইল স্টেটমেন্টে দেখা গেল তাঁকে ঊর্ধ্বাঙ্গে সুতোর কোনও ছোঁয়া নেই, শুধু জুঁই ফুলের মালায় স্তনযুগলকে ঢেকে রেখেছন! সাদা-সোনালি চেক ডিজাইনের ছয় গজের শাড়ির সঙ্গে অনন্যা পরেছেন জুঁই ফুল দিয়ে তৈরি অফ-শোল্ডার ব্লাউজ। খোলা চুল, চোখেমুখে দুষ্টু ইশারা। এই সাজে বসন্ত যেন দরজায় কড়া নাড়ছে। তাঁর এমন লুক দেখেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। তার এই নতুন লুক নজর কেড়েছে তার ভক্তদের। তাঁর জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো আলোড়ন উঠেছে নেটদুনিয়ায়।