বিজ্ঞান চর্চায় সেরা পড়ুয়াকে ‘চন্দ্রযান পুরস্কার’ দেওয়ার ঘোষণা
কলকাতা: ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) এর সফল অবতরণের পর ভারতের (India) সাফল্যকে সামনে রেখে বড় ঘোষণা বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose)। বিজ্ঞান ও প্রযুক্তির তরুণ-তরুণীদের প্রতিভাবে আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গ এবং কেরলের পড়ুয়াদের জন্য এক লক্ষ টাকার ‘চন্দ্রযান পুরস্কার’ ঘোষণা করেছেন তিনি। বিজ্ঞান চর্চায় পড়ুয়াদের উৎসাহিত করতেই বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে সেরা পড়ুয়াকে ‘চন্দ্রযান পুরস্কার’ দেওয়ার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেই সঙ্গে রাজভবনে বিজ্ঞান ও প্রযুক্তি সেল চালু করা হবে যার মূল কাজ হবে বিজ্ঞানচর্চায় রাজ্যবাসীকে আরও উৎসাহিত করে তোলা। গোটা বিশ্বের কাছে ইসরো যেভাবে ভারতের নাম উজ্জ্বল করেছে সেই কৃতিত্বকেই সম্মান জানাতে এই পদক্ষেপ রাজভবনের।
রাজ্যপালের মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে বুঝিয়েছেন কীভাবে যোগচর্চার মাধ্যমে ‘ইনার স্পেস’-কে জয় করা যায়। আর এবার চন্দ্রযান দেখিয়ে দিল আমরা ‘আউটার স্পেস’-কেও জিততে পারি। আমাদের বিজ্ঞানীরা আজ গোটা দেশকে গৌরবান্বিত করেছেন। বিজ্ঞানের জয়জয়াকার হয়েছে।
বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম (Vikram)। ভারতবাসীর জন্য ২৩ অগাস্ট, ২০২৩ চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ পর্যন্ত পৃথিবীর উপগ্রহের নিরাপদ নিরক্ষরেখা বরাবর যাবতীয় মহাকাশযান পা দিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) প্রথম বিপদসঙ্কুল দক্ষিণ মেরুতে নামল। এই সাফল্যের পর ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-এর অবতরণের সময়ে ভার্চুয়ালি ইসরোর কন্ট্রোল রুমে যোগ দিয়েছিলেন নমোও। এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ গোটা দেশের রাজনীতিকরা এমনকী অন্য দেশের রাষ্ট্রনেতারাও অভিনন্দন জানিয়েছে ইসরোকে।