Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

চার মাস নির্বাসিত আনোয়ার, বড় শাস্তি ইস্টবেঙ্গলেরও

Updated : 10 Sep, 2024 2:27 PM
AE: Krishnendu Ghosh
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

কলকাতা: শাস্তি পেলেন আনোয়ার আলি। ভারতীয় ডিফেন্ডারকে চার মাস নির্বাসিত করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। শাস্তি পেল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও। আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার কিনতে পারবে না দুই ক্লাব। তাছাড়া আনোয়ার, দিল্লি এবং ইস্টবেঙ্গলকে মিলিতভাবে ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এই অর্থ পাবে মোহনবাগান সুপার জায়ান্ট।

আনোয়ারকে নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর সবুজ-মেরুনেরই জয় হল। বেশ ঘটা করে বিমানবন্দরে তাঁকে বরণ করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু আইএসএল মরসুমের অর্ধেকটা তাঁকে ছাড়াই খেলতে হবে মশাল বাহিনীকে।