কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Hair Care | চুলকে উজ্জ্বল রাখতে করুন ‘রিভার্স ওয়াশিং’ পদ্ধতির ব্যবহার

Updated : 10 May, 2023 2:36 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কন্ডিশনিং না করলে চুলে (Hair) সহজেই জট পড়ে যায়, স্প্লিট এন্ডস হয়, চুল একেবারে রুক্ষ হয়ে থাকে। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করলে চুল জটহীন মসৃণ হয় বলে জানি আমরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু (Shampoo) করার আগেই কন্ডিশনার (Conditioner) লাগালে চুলে আসবে ভলিউম। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং। অবাক হচ্ছেন তো? বিষয়টা একটু বিশদে জেনে নেওয়া যাক।

আমরা জানি শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করতে হয়। সকলেই জানেন, কন্ডিশনার ব্যবহার না করলে চুলে জট পড়ে যায়,  দুমুখো চুল দেখা দেয়। চুলকে রুক্ষ প্রাণহীন দেখায়। চুলের উশকো খুশকো ভাব দূর করতেই কন্টিশনার ব্যবহার করা হতে থাকে। শ্যম্পু করার পরে নয়। আগে ব্যবহার করুন কন্ডিশনার। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং। এই পদ্ধতি বদলে দিচ্ছে ফ্যাশন জগতের গতানুগতিক ধারাকে। এই পদ্ধতিতে তিন দিন পর্যন্ত চুলে ভলিউম বজায় থাকবে।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা চুলে নিয়মিত জেল, হেয়ার স্প্রে এই জাতীয় রাসায়নিক ব্যবহার করেন,  তাঁরাও এই পদ্ধতিতে শ্যাম্পু করুন। আবার অনেক চুল পাতলা ও তেলতেলে হয়। তাদের শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার চেয়ে কন্ডিশনার ব্যহবারের করার পর শ্যাম্পু ব্যবহার করলে চুলে ভলিউম আসবে। চুল পেতে বসে থাকবে না। চুলে নারিশমেন্টের সঙ্গে ঢেউ খেলানো ভাবও আসে। চুল দেখতেও অনেকটা ঘন লাগে।

কিন্তু সাবধান এই পদ্ধতি সবার চুলের জন্য সঠিক নয়।  প্রত্যেকের চুলের ধরন আলাদা হয়। বিশেষজ্ঞের মতে, যাঁদের চুল খুব ঘন ও শুষ্ক হয়, তাঁরা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন। কারণ এই ধরনের চুলে দরকার হয় নারিশমেন্ট। যাঁদের চুল মাত্রাতিরিক্ত শুষ্ক ও মোটা হয়,  তাঁরা শ্যাম্পুর আগে  ও পরে দুবার কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল উজ্জ্বল থাকবে।

বিশেজ্ঞরা আরও জানাচ্ছেন, শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করার সময় শুকনো চুলে ব্যবহার করবেন না। চুল হালকা ভিজিয়ে কন্ডিশনার ব্যবহার করুন। তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এতে চুলের অতিরিক্ত তেল দূর হবে। শ্যাম্পুর পর আর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।