
প্রাক্তন বলবেন না, আমি এখনও এ আর রহমানের স্ত্রী
আমাকে প্রাক্তন বলবেন না, আমরা এখনও স্বামী স্ত্রী। আইনত আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। এ আর রহমানের অসুস্থতার কথা শুনেই ভেঙে পড়লেন সায়রা বানু (Saira Banu) ।
গতকাল রাতে অস্কারবিজয়ী শিল্পী এ আর রহমান (A R Rahaman ) বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের (Chennai Apollo Hospital) হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেন চিকিৎসকেরা।
এর পরেই তাঁর স্ত্রী সায়রা বানু সায়রা একটি ভয়েস নোট শেয়ার করে বলেন, ‘সালাম। আসসালামু আসালাইকুম। আমি ওঁনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি শুনেছি উনি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনজিওগ্রাফি করানো হয়েছে। আল্লাহর দয়ায় তিনি ভালো আছেন। সায়রা বলেন, আইনত আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। এখনও আমরা স্বামী স্ত্রী। আমরা আলাদা থাকি, কারণ গত দু বছর ধরে ধরে আমার শরীর ভালো ছিল না এবং আমি তাকে খুব বেশি চাপ দিতে চাইনি। কিন্তু আমাকে দয়া প্রাক্তন স্ত্রী বলো না কেউ’।
এটা ঠিক যে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু আমার প্রার্থনা সবসময় তার সঙ্গে আছে। আমি সকলকে, বিশেষ করে তার পরিবারের কাছে একটি কথা বলতে চাই যে, দয়া করে তাকে খুব বেশি চাপ দেবেন না এবং তার যত্ন নিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।‘
উল্লেখ্য, রবিবার সকালে সংবাদ মাধ্যমে খবর আসে কিংবিদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান বুকে ব্যথা নিয়ে গতকাল রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা পরীক্ষার পর জানিয়েছেন, বিপদমুক্ত শিল্পী। রোজার কারণে শরীরে জলশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এ আর রহমানের মুখপাত্র জানান, লন্ডন থেকে ফেরার সময় থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তড়িঘড়ি রাতেই তাঁকেই হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গতবছর এ আর রহমানের আইনজীবী মারফত জানা যায়, শিল্পী ও তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পথে এগোচ্ছেন । গত ২৯ বছরের বিবাহিত জীবনে শিল্পীর। তাঁদের রয়েছে পুত্র এ আর আমিন ও দুই কন্যা খাতিজা রহমান ও রহিমা রহমান।