Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রহমান

Updated : 16 Mar, 2025 2:28 PM
AE: Parvej Khan
VO: Juhita Ghosh
Edit: Susmita Dey

অস্কারজয়ী সুরকার এ আর রহমান আজ অর্থাৎ রবিবার হাসপাতালে ভর্তি হন। জানা যাচ্ছে, অসহ্য বুকে যন্ত্রণা নিয়ে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি।

জানা যাচ্ছে আজ সকাল ৭:৩০ টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। জানা যাচ্ছে, হাসপাতালের তরফ থেকে গঠন করা হয়েছে মেডিক্যাল টিমও। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে তাঁর। প্রয়োজনে তাঁর অ্যাঞ্জিওগ্রামও করা হতে পারে।

তবে এখনও পর্যন্ত অস্কারজয়ী সুরকারের পরিবারের পক্ষ থেকে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই তাঁর ভক্তরা এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছেন।