Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

সরকারি জমিতে পার্টি অফিস, ফের বিতর্কে আরাবুল

Updated : 7 Nov, 2023 6:05 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

আবারও খবরে শিরোনামে ভাঙরের বেতাজ বাদশা আরাবুল ইসলাম। সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করার অভিযোগ উঠল আরাবুল ইসলাম ও তার অনুগামীদের বিরুদ্ধে। বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বামন ঘাটা বাজারের কাছেই সেচ দফতরে জায়গা দখল করে, পার্টি অফিস তৈরি করছেন আরাবুল ও তার সাগরেদরা। ইতিমধ্যেই সেখানে কংক্রিটের কলম পিলার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করায় নিন্দা করছেন বিরোধীরাও। স্থানীয়দের অভিযোগ ওই বামন ঘাটা বাজারে ই তৃণমূলের সাতটি পার্টি অফিস আছে। তারপরেও নতুন পার্টি অফিসের কি দরকার এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমি খবর নিয়ে জেনেছি সিন্ডিকেট রাজ চালানোর জন্য আরাবুল ইসলাম ও তাঁর গুন্ডাবাহিনীর বসার জন্য ওই পার্টি অফিস তৈরি করা হচ্ছে। বামন ঘাটার প্রধান ও উপপ্রধান এর সাথে জড়িত আছে। কলকাতা পুলিশকে অনুরোধ করব এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য না হলে বৃহত্তর আন্দোলনে শামিল হবো আমরা। একই বক্তব্য স্থানীয় সিপিএম নেতৃত্বের।