মাত্র ছোট্ট একটা ভুল! মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে বদলে দিল
ওয়েব ডেস্ক: ১৯১৪ সালের ২৮ জুন তারিখ। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের আর্টস ডিউক ফার্দিনান্দ নামক এক রাজপুত্র এবং তার স্ত্রী নিজেদের গন্তব্যের রওনা দিয়েছিলেন। আর্টস ডিউক ছিলেন তৎকালীন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী। এই সাম্রাজ্যের মুকুট পড়ার কথা ছিল তাঁরই। তারা রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। ঠিক সেই সময় তাঁদের গাড়ির চালক ভুল রাস্তায় তাঁদের নিয়ে যায়। আর সেই ভুল গোটা বিশ্বকে বদলে দেয়।
গাড়ির ভুল মোড় তাদের নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে অপেক্ষা করছিলেন গ্যাভ্রিলো প্রিন্সিপ নামক এক যুবক। তিনি ব্ল্যাক হ্যান্ড নামক একটি দলের অংশ ছিলেন। যারা বসনিয়াকে মুক্ত করতে চেয়েছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের হাত থেকে। ফ্রান্জ ফার্দিনান্দকে দেখেছিলেন সেই নিয়মের প্রতীক হিসেবে। তাই গাব্রিলো রাজপুত্রকে হত্যার পরিকল্পনা করে।
শোনা যায়, এক হত্যাকাণ্ড সারা বিশ্বে বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছিল। কারণ অনেক থাকলেও একটা হত্যাকান্ড সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধের মত পরিস্থিতি সৃষ্টি করে। অস্ট্রিয়া হাঙ্গেরি হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিল সার্বিয়াকে।পরিস্থিতিতে একটি বিস্তৃত প্রভাব নেয়। দুই দলে ভাগ হয়ে যায় শক্তিধর দেশগুলি। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশ্বযুদ্ধের আগুন। আর সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত।