মার্কিন পপস্টার টেলর সুইফটকেও পিছনে ফেললেন অরিজিৎ সিং, কীভাবে?
কলকাতা: ভারতের যে প্রান্তেই হোক, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট মানেই টিকিট নিয়ে ধুন্ধুমার। দাম ৫০০, ১০০০ হোক কি ৫০০০, অনরাগীরা পরোয়া করে না। এত রথী-মহারথীদের মধ্যেও বলিউডের (Bollywood) ‘হট প্রপার্টি’ এখন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জের লাজুক ছেলেটাই। কিন্তু আন্তর্জাতিক সঙ্গীতের ক্ষেত্রে তাঁর অবস্থান ঠিক কোথায়? আন্তর্জাতিক সঙ্গীতের শ্রেষ্ঠ পুরস্কার ‘গ্র্যামি’ (Grammy) তো পাননি অরিজিৎ। সেখানে আমেরিকান পপ তারকা টেলর সুইফট (Taylor Swift) ১২টা গ্র্যামি পেয়েছেন। কিন্তু এই টেলর সুইফটকেই পিছনে ফেললেন বাঙালি গায়ক।
এই মহূর্তে দুনিয়ায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যমের নাম স্পটিফাই (Spotify)। স্পটিফাইতে নিজের পছন্দের গান শোনা যায় আবার পছন্দের গায়ক বা ব্যান্ডকে ফলো করা যায়। এই ফলোয়ারের ক্ষেত্রেই এগিয়ে এসেছেন অরিজিৎ। স্পটিফাইতে টেলর সুইফটের অনুগামীর সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কিছুটা বেশি। এদিকে অরিজিৎ আট কোটি ছাড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে দুনিয়া জুড়ে বাঙালি গায়ক তিন নম্বরে।
১১ কোটিরও বেশি অনুগামী নিয়ে এক নম্বরে আছেন ব্রিটেনের পপ গায়ক এড শিরান (Ed Sheeran)। দুই নম্বরে আরিয়ানা গ্র্যান্ডে, তাঁর ফলোয়ারের সংখ্যা নয় কোটির বেশি। এরপরেই আছেন জিয়াগঞ্জের অরিজিৎ। প্রসঙ্গত, দেশজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে অরিজিতের। তাঁকে একবার সামনা সামনি দেখার, তাঁকে ছোঁয়ার জন্য পাগল ভক্তকুল। এহেন মহাতারকা ভীষণভাবেই মাটিতে পা রেখে চলেন। তাঁর কার্যকলাপ দেখে মনে হয়, পাশের বাড়ির সাধারণ ছেলেটা।
এহেন ‘সাধারণ’ ছেলে আজ আন্তর্জাতিক পপ তারকাদের সঙ্গে একাসনে বিরাজ করছেন। বলিউডে রীতিমতো রাজ করছেন। তাঁর গান মানেই হিট।