
একফ্রেমে অর্জুন ও আদিত্য
Updated : 24 Jan, 2025 4:26 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas
কলকাতা: বলিপাড়ার এই দুই অভিনেতা যখন পর্দায় আসে তরুণীদের হার্টবিট কয়েকগুন বেড়ে যায়। কথা হচ্ছে অর্জুন কাপুর এবং আদিত্য রায় কাপুরের। বলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন-আদিত্য এবার এক ফ্রেমে। মুম্বইয়ের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বলিপাড়ার হটেস্ট হ্যান্ডসাম বয় অর্জুন কাপুর (Arjun Kapoor) ও আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur)। স্টাইলিশ স্যুটে ক্যামেরার সামনে পোজ দিলেন হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন ও আদিত্য। অভিনেতাদের লুক ঘুম উড়িয়েছে তরুণীদের। কালো ব্লেজারে চোখ সরানে দায়। অর্জুনের পরনে ছিল সাদা শার্ট, প্যান্ট ও গাঢ় রঙের সানগ্লাস। নেভিব্লু ব্লেজারের নিচে সাদা টি-শার্ট পরেছিলেন। অর্জুনকে লাগছিল ড্যাসিং। সাদা রঙের টি-শার্ট ও প্যান্টে, সঙ্গে কালো ব্লেজারে দেখা গেল আদিত্যকে। অর্জুনের সঙ্গে একসঙ্গে পোজদেন।
Tags: