Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Panchayat Election | NIA-র হাতে ধৃত তৃণমূল প্রার্থীর জয় নলহাটিতে

Updated : 11 Jul, 2023 7:05 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

বীরভূম: সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী মনোজ ঘোষ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল তিনি জয়লাভ করেছেন। অবৈধ বিস্ফোরক রাখার অপরাধে তাঁকে গ্রেফতার করে এনআইএ। 

জানা গিয়েছে, মনোজ ৩০৯ ভোটে জয়ী হয়েছেন। মনোজের জয়ের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী এবং তৃণমূলের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ঘটনাচক্রে, সোমবার বীরভূমের নলহাটি থানায় ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএর তদন্তকারী আধিকারিকেরা। জেরায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে এনআইএ।

গত ২৮ জুন বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজের বাড়ি ও অফিসে হানা দেয় এনআইএর তদন্তকারীরা। সেইদিন তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় অবৈধ বিষ্ফোরক। ঘটনার পর পলাতক ছিলেন পাথর ব্যবসায়ী মনোজ। এদিন দুপুরে নলহাটি থানায় পৌঁছন এনআইএ-র আধিকারিকেরা এবং সেখানেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এরপরই তাঁকে গ্রেফতার করেন এনআইএর আধিকারিকেরা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুন মনোজের পাথরে গোডাউনে হানা দেয় তদন্তকতারীরা। সেখান থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এনআইএ। সূত্রে আরও জানা যায়, মনোজের দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২ হাজার ৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ। ওই কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনোজ। এরপর ভোট মিটতেই সোমবার তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।