দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামিয়ে দূষণরোধের ভাবনা
নয়াদিল্লি: রাজধানী দিল্লি (New Delhi) ও সংলগ্ন এলাকায় আগামী ২০-২১ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস। না, এটা কোনও আবহাওয়া অফিসের খবর নয়। দিল্লির ভয়ঙ্কর দূষণ (Air Pollution) ঠেকাতে অরবিন্দ কেজরিওয়াল সরকার শহরে কৃত্রিম বৃষ্টি (Artificial Rain) নামানোর চিন্তাভাবনা করছে। যার ফলে বাতাসে মিশ্রিত ভারী ধূলিকণা ধুয়ে যাবে।
চীন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এর আগে কৃত্রিম বৃষ্টি প্রয়োগ করেছিল। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ফসলের গোড়া পোড়ানোর কারণে দিল্লির বাতাস বিষাক্ত (Toxic Smog) হয়ে উঠেছে। তা ঠেকাতে দিল্লির আপ সরকার বিভিন্ন ব্যবস্থা নিলেও ভয়ঙ্কর বায়ুদূষণের সঙ্গে এঁটে উঠতে পারছে না। তার উপর আগামী সপ্তাহেই রয়েছে দেওয়ালি (Diwali) ও ছট পুজো (Chhat Puja)। দুটি উৎসবেই মারাত্মক রকমের বাজি (Firecrackers) ফাটে। ফলে দূষণের মাত্রা আরও তীব্র হওয়ার আশঙ্কা। তাই এবার কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।
আইআইটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টির জন্য নিদেনপক্ষে ৪০ শতাংশ মেঘ সৃষ্টি করা জরুরি। সেই মতো ২০ ও ২১ নভেম্বর মেঘ সৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। সে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে ওই সময়েই প্রাথমিক চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার আদালতে শুনানির সময় আইআইটি কানপুর প্রস্তাবটি পেশ করবে। সেখান থেকে এগিয়ে চলার নির্দেশ এলেই কেন্দ্রের সঙ্গে আলোচনা করে অনুমতি নেওয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে।
বায়ুদূষণ ঠেকাতে আজ, বৃহস্পতিবার পরিবেশমন্ত্রী গোপাল রাই সব মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক তলব করেছেন। বৃহস্পতিবারও শহরের বায়ুদূষণের সূচক (AQI) মারাত্মক আকারে ছিল। আনন্দবিহারে বায়ুদূষণের পরিমাণ ছিল ৪৩২, আর কে পুরমে ছিল ৪৫৩, পঞ্জাবিবাগে ৪৪৪ এবং আইটিওতে ছিল ৪৪১।