Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ছাত্র ছাত্রীদের স্বস্তি, কৃত্রিম বৃষ্টি স্কুলে!

Updated : 3 May, 2024 8:17 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

তমলুক: রাত পোহালেই যেন দুপুর হচ্ছে। সকাল থেকেই প্রখর রৌদ্র। তীব্র দাবদাহে অস্বস্তিতে সবাই। বৃষ্টির (Rain) দেখা নেই। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলছে। তারই মধ্যে একটুকরো স্বস্তির খবর। কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের চেষ্টা চালাচ্ছে রাজ্যের একটি স্কুল। এবং তাতে তারা সফলও হয়েছে বলে দাবি করেছে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শোনপুরের ওই স্কুল নিয়েই এখন সর্বত্র আলোচনা।

শোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলে তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীকৃষ্ণ শাসমলের উদ্যোগে এমনই আয়োজন। রামনগর বিধানসভার প্রত্যন্ত গ্রামের শোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলে শিক্ষকদের এমন ভূমিকা দেখে প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দা থেকে অভিভাবকেরা। ইউকেজি থেকে চতুর্থ শ্রেণীতে তিনশো ছেলে মেয়ে এই স্কুলে পঠন পাঠন করে।