জি ২০ বৈঠকে দ্রোপদীর ভোজসভায় সুরভী ছড়াবে স্বর্গীয় সুরসুধা
নয়াদিল্লি: রাজসভায় গুপী-বাঘার গানের মতোই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও থাকছে অপার বিনোদনের ব্যবস্থা। তবে ‘মহারাজা তোমারে সেলাম’ নয়, ‘বসুধৈব কুটুম্বকম’ গানের সুরে যোগ দেবেন দেশের ৭৮ জন শিল্পী। শনিবার দেশী-বিদেশি অতিথিবর্গের সামনে তিন ঘণ্টা ধরে নৃত্যগীতের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ভারতে বিভিন্ন রাজ্যের সুর ও নাচের শৈলীতে মোড়া হয়েছে এই অনুষ্ঠানকে। যেখানে ভাষা, সুর, নৃত্য, সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হবে রাষ্ট্রনেতাদের সামনে।
সুরমূর্চ্ছনার এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন সঙ্গীত নাটক আকাদেমির চেয়ারপার্সন সন্ধ্যা পুরেচা। নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কমপ্লেক্সে সন্ধ্যা ৬-৯টা পর্যন্ত চলবে সঙ্গীত-নৃত্যের এই মিশেল।
১। দেশের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা ৭৮ জন বাদ্যকার সমবেতভাবে বাজাবেন।
২। ৩৪টি হিন্দুস্তানি বাজনা, ১৮টি কর্নাটকি এবং ৪০টি লোকসঙ্গীতের বাজনা বাজানো হবে।
৩। ১১ জন শিশুশিল্পী, ১৩ জন মহিলা, ৭ জন দিব্যাঙ্গ, ২৬ জন যুবক এবং ২১ জন প্রবীণ শিল্পী অনুষ্ঠানে যোগ দেবেন।
৪। বিলম্বিত লয়, মধ্য লয় এবং দ্রুত লয়ে গিয়ে সঙ্গীত শেষ হবে।
৫। জি ২০ সম্মেলন উপলক্ষে এটাই একমাত্র বিনোদন অনুষ্ঠান।
৬। সুরমূর্চ্ছনায় যে যে বাদ্যযন্ত্র বাজবে সেগুলি হল, সুরবাহার, জলতরঙ্গ, নলতরঙ্গ, বিচিত্র বীণা, রুদ্রবীণা, সরস্বতী বীণা, ধাংলি, সুন্দরি, ভাপাং এবং দিলরুবা।
৭। অনুষ্ঠানের একেবারে শেষে বেজে উঠবে বসুধৈব কুটুম্বকম। তার আগে নাচগানের সঙ্গে বাজবে মিলে সুর মেরা তুমহারা গানটির সুরও।