অরুণের ইস্তফায় শূন্যপদ বাড়ল নির্বাচন কমিশনে!
Updated : 10 Mar, 2024 9:07 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
কলকাতা: লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) আসন্ন, তারই মাঝে কার্যত আলোড়ন ফেলে পদ থেকে ইস্তফা দিলেন দেশের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল (Arun Goel)। শনিবার, তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। জানা গিয়েছে, সেই পদত্যাগ পত্র গৃহিত হয়েছে। অরুণ গোয়েলের পদত্যাগের পর স্বভাবতই প্রশ্ন উঠছে, আচমকা কেন পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার? সূত্রের খবর, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে অরুণ জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন। যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, সরকারের তরফে চেষ্টা করা হয়েছিল যাতে অরুণ পদত্যাগ না করেন। কিন্তু তিনি পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকেন।
Tags: