
অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করল ইডি (ED)। সন্ধ্যা থেকেই তাঁর বাড়িতে তল্লাশি চলছিল। এর আগে দিল্লির আবগারি নীতি মামলায় নবার সমন এড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। কেজরিওয়ালের গ্রেফতারির পর দিল্লিতে বিক্ষোভ দেখান আপ সমর্থকরা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। রক্ষাকবচ না মেলার কয়েক ঘণ্টার পরই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে হানা দিল ইডি (ED At Kejriwal House)। বৃহস্পতিবার রাতে ১২ জনের একটি দল পৌঁছে যায় কেজরির বাড়িতে। শুরু হয় তল্লাশি। এদিনই কেজরিওয়াল গ্রেফতারি এড়াতে অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়েছিল, সেই মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টে আদালত তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি।